কিংবদন্তী অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি বাংলাদেশ সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তাঁর প্রয়াণে চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থা (চবিসাস) এর পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন, আমীন!
আলমগীর রানা
সাবেক সাধারণ সম্পাদক
বর্তমান সহ-সভাপতি
চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থা (চবিসাস)
ও
সম্পাদক
সাপ্তাহিক বাণিজ্যিক রাজধানী
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.