বোয়ালখালীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফিগো ফ্যাশন লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১২ জুন) সকাল ৮টার দিকে বকেয়া বেতনের দাবিতে ফিগো গার্মেন্টসের সামনে আরাকান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম সেলিম বলেন, খবর পেয়ে কোরিয়ান ইপিজেড পুলিশ ক্যাম্প থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যরা বোয়ালখালী পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। ফিগো ফ্যাশন নামের কারখানাটির নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘এপ্রিল মাসের বেতন গত ২৮ মে দেওয়ার কথা ছিলো। সেদিন বললো ১১ জুন দিবে। মালিকপক্ষ বকেয়া বেতন তো দেয়নি বরং শতশত শ্রমিককে একযোগে চাকুরি থেকে বরখাস্ত করে রাস্তায় নামতে বাধ্য করেছেন। এখন বলছে ২০ তারিখ দিবে।’
ফিগো ফ্যাশন লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, ‘মালিক পক্ষ জানিয়েছেন আগামী ২০ জুন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন।’
গত মে মাস থেকে কারখানা বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রায় ৪ শত শ্রমিকের এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। তবে এখন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১৬৫ জন কর্মরত রয়েছেন। এতোদিন বিভিন্ন লোকসানের কারণে বেতন দেওয়া সম্ভব হয়নি।’
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.