শোক: শরদিন্দু চৌধুরী শিশু (৭৫) আর নেই
শরদিন্দু চৌধুরী শিশু (৭৫) আজ মঙ্গলবার সকাল ৭টা ১১ মিনিটের সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বোয়ালখালী উপজেলার কধুরখীল (আকুবদণ্ডী) এলাকার শিবু প্রসাদ চৌধুরীর বড় ছেলে শরদিন্দু চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতিনাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি শিপিং এজেন্সির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, শফিউল আজম শেফু, ইউপি সদস্য শংকর চন্দ, জগদানন্দ মিশন পরিচালনা কমিটির সভাপতি বিকাশ দেওয়ানজী, সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, অর্থ সম্পাদক ভানু ভূষণ চৌধুরী, মা আনন্দময়ী ধাম পরিচালনা কমিটির সভাপতি দোলন রায়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিশু, সাংবাদিক শাহীনূর কিবরিয়া মাসুদ, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, কধুরখীল দুর্গা বাড়ি, কধুরখীল মহাশ্মশান উন্নয়ন কমিটি, পার্বতীচরণ দিঘি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.