বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আরেকজন আশঙ্কাজনক
বোয়ালখালী সংবাদদাতা: চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়েশা আকতার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ডুবে যাওয়া সিদরাতুল মুনতাহা (৭) নামে আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। দু’জনই সম্পর্কে চাচাতো বোন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামশেদ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা ওই এলাকার মো. সেকান্দর আলমের মেয়ে ও সিদরাতুল মুনতাহা তার ভাই মোহাম্মদ আলমের মেয়ে। দু’জনই সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মো. মনসুর জানান, দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে দুই বোন পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন এবং মুনতাহাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.