ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান এর উদ্যোগে পানিবন্ধি মানুষের মাঝে খাবার বিতরণ
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান এর উদ্যোগে পানিবন্ধি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
৬ আগস্ট চট্টগ্রামে ভারী বর্ষণে পানি বন্ধি শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত খাবার বিতরণে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ইকরামুল আদিব, রোহান, স্বাধীন, ইউএসটিসি ছাত্রলীগ নেতা আশ্রাফ আরাফাত নিরব, আই আই ইউ সি ছাত্রলীগ নেতা অপি, সিমান্ত, হালিশহর থানা ছাত্রলীগ নেতা সায়েম, সাজির, আবরার, ইমতিয়াজ প্রমুখ।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান গণমাধ্যমকে বলেন বিগত ৬ দিন যাবত চট্টগ্রামে চলছে ভারীবর্ষণ। এতে পানিবন্ধি হয়ে পড়েছে নগরবাসীর নিম্মাঞ্চলের বাসিন্দারা। তাদের দূর্ভোগ এর কথা চিন্তা করে আমি পানিবন্ধি বাসিন্দাদের মাঝে খাবার বিতরণ করি।
তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সর্বদা দেশের ক্রান্তিলগ্নে সাধারণ জনগনের পাশে ছিলেন বর্তমানেও আছেন, ভবিষ্যতেও আমরা নিয়োজিত থাকব বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.