হোটেল হেরিটেজ ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম এর সভা অনুষ্ঠিত
হোটেল হেরিটেজ ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম এর এক সভা আজ (১২ আগস্ট শনিবার) সংগঠনের সভাপতি শামসুল আনোয়ার খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী হায়দার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৯ আগসট ঢাকায় অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যোগদানের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া সভাপতি ৩য় ধাপে সদস্যদের মিউটেশন কপি (সচিত্র) হস্তান্তর করেন।
[caption id="attachment_1219" align="alignnone" width="1280"] ছবি: আলোচনা সভায় অংশগ্রহণকারীদের একাংশ।[/caption]
উক্ত সভায় উপস্থিত ছিলেন অমরেশ বড়ুয়া, প্রদীপ দেব, ইঞ্জিনিয়ার হারাধন, ইন্জিনিয়র সদরুল হক, এস এম সেলিম উদ্দিন, মোজাহিদুল ইসলাম, আহম্মদুল আলম রাসেল, এইচ এম ইকবাল, আলী আকবর, শিমুল বড়ুয়া, শিমুল কান্তি বড়ুয়া, হারুন অর রশিদ, মুজিবুর রহমান প্রমুখ।
সভায় সদস্যদের বক্তব্যে কোরাল রীফ এর অন্যায়ের প্রতিবাদ এবং মেয়াদ উত্তীর্ণ জি.এইচ.এল কমিটি বিলুপ্ত করার জন্য আন্দোলন জোরদার করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 পৃষ্ঠপোষক: হেলাল আকবর চৌধুরী বাবর। উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.