তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান মাস্টারমাইন্ড ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে দ্রুত দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল'র নেতৃত্বে আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর এ.কে. খান মোড় থেকে শুরু হয়ে সিডিএ ও সিটি গেইটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্ণেলহাট মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে সমাপ্তি হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিতির সামনে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, "এই স্বাধীনতা বিরোধীদের দল '৭৫ এর ১৫ আগস্ট আমাদের বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিলো, একইভাবে তাদের উত্তরসূরী খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়ার নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোটি কোটি জনতার দোয়াই সেদিন আমার নেত্রী বেঁচে গেলেও নিহত হয় ২৪টি তাজা প্রাণ, বঙ্গবন্ধু কন্যাসহ আহত হন ৩০০ জন দলীয় নেতাকর্মী। আজও সেই দৃশ্য চোখের সামনে ভাসে, রাগে ক্ষোভে টগবগ করে উঠে কোটি কোটি মানুষের গায়ের রক্ত। এই ঘটনার মূল মাস্টারমাইন্ড ও বর্তমান ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের গতিরোধ ও নৈরাজ্য সৃষ্টির মূল পরিকল্পনাকারী তারেক জিয়া এখনো বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এসকল কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে দ্রুত খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়াকে দেশে এনে মৃত্যু দন্ডের সাজা দেওয়ার দাবী জানাচ্ছি।"
এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, সেলিম, হালিশহর থানা যুবলীগ নেতা মহিউদ্দিন সুমন, জুয়েল মাহমুদ, হাফিজ সায়েদ, মুছা নবী,তুষার, সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা বাসু দেব, আকবর, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজু, সাব্বির, শুভ, কাইয়ুম, ২৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ, সানী, ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহিম, নয়ন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি মুবিনুল হক বাবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসাইন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ উপ গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সূলভ বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ উপ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক তানভির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সহ-সম্পাদক ইয়াসিন আরফাত, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সদস্য মীর মোহাম্মদ রায়হান, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, পটিয়া উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুওয়ান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান, আদিব, প্রিমিয়ার ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা অয়ন আর্চায্য, সম্রাট চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আবির, সামি, আশরাফুল, শুক্কুর, বিজয় রাজ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সির্ধার্থ শংকর, জহির উদ্দিন বাবু, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইউসুফ তানভীর, জাহিদুল ইসলাম প্রান্ত, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ইরফান, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রবিন, ইরফান, ২৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিরবসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 পৃষ্ঠপোষক: হেলাল আকবর চৌধুরী বাবর। উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.