বোয়ালখালীতে বাল্যবিবাহ বন্ধ করে ৩০ হাজার টাকা জরিমানা আদায়
বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আজ (২ সেপ্টেম্বর শনিবার) দুপুরে গোপনসূত্রে অভিযোগের ভিত্তিতে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলার বি.কে কনভেনশন হলে অভিযান পরিচালনা করেন।
এসময় বাল্য বিবাহের সত্যতা প্রমাণ হওয়ায় সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জনৈক ছাত্রীর বিবাহ অনুষ্ঠান বন্ধ করে মেয়ের মাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয় মেয়ের মাতা কোহিনুর আকতার এর কাছ থেকে। এছাড়া বিয়ে অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.