
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠিত
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটি গঠনকল্পে সাধারণ সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিনয়বাঁশীর পুত্র ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় (২০২৩-২০২৬) তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের বসতভিটায় ভাস্কর্য চত্বরে তারই স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে অনুপম বড়ুয়া পারু সভাপতি ও বিপ্লব জলদাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ ইউসুফ (মাষ্টার), সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. এসকান্দর, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন জলদাস, নির্বাহী সদস্য মনি দাস (নীলা), আকাশ দাস, মোঃ রাশেদ, অর্পিতা ঘোষ ও প্রীতি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.