
বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত এক শিশু
চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন রাইসা (১৪) নামে এক শিশু। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা ইউনিয়নের চৌমুহনী বাজারে এ দূর্ঘটনা ঘটে।
আহত রাইসা রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল মনসুরের মেয়ে। সে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরপপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া খাতুন জানান, আহত শিশুর ডান পা ভেঙে গেছে। গুরুতর আহত শিশুটিকে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়ছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.