
বোয়ালখালীতে ডিস লাইন কর্মী দুইদিন ধরে নিখোঁজ
চট্টগ্রামের বোয়ালখালীতে দুইদিন ধরে মো. ঈসা (২২) নামে এক ডিস লাইন কর্মী নিখোঁজ রয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিস লাইনের গ্রাহকদের কাছ থেকে মাসিক চাঁদা তুলতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঈসার সন্ধান চেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার বড় ভাই মো. মুসা।
নিখোঁজ ঈসা বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার মো. জাফর আহমদের ছেলে। সে ডিস ক্যাবল লাইনের কর্মচারী বলে জানা গেছে।
মো. মুসা বলেন, গত সোমবার দুপুর ১২টা থেকে ঈসার মোবাইল বন্ধ রয়েছে। তবে ওইদিন রাত ১১টার সময় ঈসার ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে তার বোন নার্গিসের আইডিতে বার্তা দেওয়া হয় যে- ৩০ হাজার টাকা ওর কাছে পেয়েছি। আর ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেব।
তিনি আরও বলেন, এই বার্তা পেয়ে আত্মীয় স্বজনসহ পরিবারের সবাই উদ্বেগের মধ্যে রয়েছি। সোমবার সকালে সে ডিস লাইনের গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি তুলতে ঘর থেকে বের হয়েছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ কাজ করছে। তার অবস্থান জানার চেষ্টা চলছে। সন্ধান পেলে তার পরিবারকে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.