কানুনগোপাড়ায় যানজট ও সরকারি রাস্তা দখলমুক্ত
বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় আজ রবিবার বিকালে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।
কানুনগোপাড়া নির্দিষ্ট স্থানে বাজার না বসিয়ে সরকারি রাস্তার পার্শ্বে অবৈধ দোকান বসিয়ে যানজট সৃষ্টি ও জনসাধারণের চলাচল ব্যাহত করায় ১০ জন ব্যবসায়ীকে ১০টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, এসময় আরো উপস্থিত ছিলেন পোপাদিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে।
অভিযানের পর কানুনগোপাড়া এলাকা যানজটমুক্ত হয়। একাধিক ব্যাবসায়ী জানান, কানুনগোপাড়া এলাকায় যানজটের প্রধান কারণ ব্যাটারি চালিত অবৈধ মোটর রিকশা। অবৈধ রিকশার বিরুদ্ধেও অভিযানের দাবি জনান সচেতন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.