
মতি টাওয়ারে লেডিস এক্সোসরিজ ম্যাচিং টাচের শুভ উদ্বোধন
মতি টাওয়ারের স্বনামধন্য ''লেডিস এক্সেসরিজ ম্যাচিং টাচ'' দ্বিতীয় শাখা আজ শুক্রবার (৩ নভেম্বর) বেলা ৪ টায় আখতারুজ্জামান সেন্টারের শপ নাম্বার ২০৯-২১০ উদ্বোধন করেন নারী উদ্যোক্তা এবং চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য সোনিয়া আজাদ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনিয়া আজাদ বলেন- আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বেকারত্ব কমাতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে আমরা দেখছি প্রচুর তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে। দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রা সমান অংশীদার নারী। নারীরা উদ্যোক্তা হলে দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে।
তরুণ উদ্যোক্তা সাদ্দাম নিলয় এর উদ্যোগে ম্যাচিং টাচের এটি দ্বিতীয় শাখা। অনেক অনেক শুভকামনা এই তরুণ উদ্যোক্তা ও ম্যাচিং টাচের জন্য। উদ্যোক্তা এগিয়ে যাওয়ার মাধ্যমেই দেশের শিল্পখাতের উন্নয়ন অব্যহতি থাকবে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, নাওরিন চৌধুরী ফ্লোরা, নাফিসা সেঁজুতি, আহসান আহমেদ রিয়া, চট্টগ্রামের অন্যতম তরুণ উদ্যোক্তা ইফতেখার জিত, সায়মা সুলতানা, সিনথিয়া ও নানজিবা রাইসা, মেচিং টাচ এর স্বত্বাধিকারী সাদ্দাম নিলয় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.