
প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল এর স্মরণ সভা
চট্টগ্রাম বোয়ালখালীর প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

স ম জিয়াঊর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রয়াত সাংসদ এর সহধর্মিণী বেগম সেলিনা আক্তার বাদল, চাকসু'র সাবেক ভিপি মাজাহারুল হক শাহ চৌধুরী, নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম,
এডভোকেট সেলিম, সাংবাদিক কামাল হোসেন, মাসুদ খান, মোহাম্মদ নূর, সহ আরো অনেকে।
বক্তারা বলেন, বোয়ালখালী আসনে তিন বার নির্বাচিত সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল ছিলেন রাজনীতির দুঃসময়ের সাহসী পুরুষ, রাজপথের লড়াকু সৈনিক, রাজনীতির বরপুত্র, তুখোড় বক্তা, নির্লোভ ও আপোষহীন সাহসী রাজনীতিবীদ। তিনি দক্ষিণ চট্টগ্রামের কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের জন্য সরকারের কাছে সাহসের সাথে দাবী উপস্থাপন করে গেছেন। তিনি একাধারে সংবাদ ও সংবিধান বিশেষজ্ঞও ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন এখনকার রাজনৈতিক নেতারা পথপ্রদর্শক স্বরূপ নিয়ে রাজনীতি করে যাচ্ছেন। বক্তারা চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতু নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা আহবান জানিয়ে বলেন বর্তমান সরকারের আমলেই এটি আগামীর জন্য অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণা দেওয়ার জরুরী ।
পরে প্রয়াত সাংসদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.