
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর রাস উৎসব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
ছবি: রাস উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী
বোয়ালখালী উপজেলার শাকপুরা শ্রীশ্রী রাসবিহারী ধামে রাস উৎসবে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ সোমবার (২৭ নভেম্বর) রাস উৎসব পরিদর্শন ও উদযাপন পরিষদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠি'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বিশ্বাস (মন্টু), উপদেষ্টা মৃণাল কান্তি চৌধুরী (বিশু), সম্মানিত ট্রাস্টি অধ্যাপক নারায়ণ চৌধুরী, উপদেষ্টা সুজিত রায় চৌধুরী, সম্মানিত ইউপি সদস্য মিসেস ভালোবাসা দাশ, উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী (আকাশ), যুগ্ন সম্পাদক রাজু কুমার আচার্য্য, যুগ্ম সম্পাদক বিশু রাম চৌধুরী (সাঁটু), রাসবিহারী ধাম ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চৌধুরী (টাংকু) প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.