
বোয়ালখালীতে ১শ ১০ লিটার মদসহ ২জন আসামী গ্রেপ্তার
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ১শ ১০ লিটার চোলাই মদসহ পৃথক ২জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতৃছায়া মন্দিরের পাশে তিন রাস্তার মাথা থেকে ১শ ১০ লিটার মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হল শাকপুরা ইউনিয়নের মৃত মনোরঞ্জন চক্রবর্তীর ছেলে অসীম চক্রবর্তী প্রকাশ আদিনাথ (৫২) ও পূর্ব গোমদণ্ডী এলাকার মৃত মানিক বলের ছেলে টিংকু বল (৪৫)।
বোয়ালখালী থানার উপপরিদর্শক এস.এম আবু মুসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাকপুরা থেকে ১শ ১০ লিটার মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.