বোয়ালখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা বিপ্লব দাস:
বোয়ালখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান 'বড়দিন' ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডস্থ ১৩ নং ব্রিজের পাশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান সেন্ট ফ্রান্সিস জেবিয়ার ক্যাথলিক চার্চ, এটিই বোয়ালখালীতে খ্রিষ্টানদের একমাত্র এলাকা ও উপাসনালয় গির্জা।

এদিন খ্রিস্টানদের ধর্মীয় যাজক ফাদার পিন্টু এর পরিচালনায় সকাল দশটায় দেশ ও জাতি সকলের কল্যাণে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলিত হয়ে যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খীসা, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাস, উপস্থিত ছিলেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস।
সেন্ট ফ্রান্সিস জেবিয়ার ক্যাথলিক চার্চ কমিটির সভাপতি জন রড্রিক্স, সাধারণ সম্পাদক কিনেন গোমেজ, কোষাধ্যক্ষ টেরেন্টস গোমেজ, মহিলা সদস্য ডেমি রড্রিক্স, শিল্পী রড্রিক্স।
এতে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন সেভেন এডি ব্রিগেডের ৪৮ এডির বোয়ালখালী ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার মোঃ ইকবাল এর নেতৃত্বে ৮ সদস্যের পেট্রোল দল।

বোয়ালখালী থানার লিমা, টহল ডিউটি এলাকার এএস আই বেলায়েত হোসেন, মোহাম্মদ আলামিন, মোঃ আসাদুল্লাহ, গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মোঃ মামুন প্রমূখ।
এ সময় বড়দিন উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ কেক উপহার দেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খীসা।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.