গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীত গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠন'র দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কনজুরীস্থ খানকাহ-এ গাউসুল আজম দস্তগীর (রহ.) এর মাঠে বুধবার (৮ জানুয়ারী) সকাল ১০ টায় এ চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৯নং আমুচিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মুহাম্মদ শাহী এমরান কাদেরী।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদ।
এতে মেডিসিন বিশেষজ্ঞ ডা.মুহাম্মদ আবদুল মাবুদ, ফিজিওথেরাপিস্ট ডা.নূর সৈয়দ, মেডিকেল অফিসার ডা. মো. মাসুদ আলম, গাইনেকোলজিস্ট ডা.আফসানা তাসনিম, গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডা. সানজিদা মুস্তারী প্রমি ও মা-শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে ওয়ারা কাঁকন দিনব্যাপী চিকিৎসা সেবা দেন দরিদ্র মানুষদের।
এছাড়া দুই দিনব্যাপী ক্যাম্পেইনে প্রথম দিনে প্রায় ৮শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয় বলে জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.