
বোয়ালখালী সমিতি কক্সবাজার-এর বার্ষিক মিলনমেলা প্রস্তুতি সভা
বশির আহম্মদ মনি (সূফি মনি), কক্সবাজার:
কক্সবাজার জেলায় চট্টগ্রামস্থ বোয়ালখালী উপজেলা অধিবাসিদের সমন্বয়ে গঠিত বোয়ালখালী সমিতি কক্সবাজার-এর বার্ষিক মিলনমেলা-২০২৫ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ জানুয়ারি মঙ্গলবার) সন্ধ্যায় সায়মন রোডস্থ রান্নাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি সুব্রত সেন গুপ্ত।
সমিতির সহ-সভাপতি বশির আহম্মদ মনি (সূফি মনি)’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, সিনিয়র সদস্য আলমগীর রানা প্রমূখ।
সভায় আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজারে ঝাঁকজমকভাবে সমিতির ২০২৫ বর্ষের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সম্মানিত সদস্যদের স্ব-পরিবারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সভাপতি’র পক্ষ হতে অনুরোধ জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.