
আহলা দরবার শরীফে জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলার বেলায়ত বার্ষিকি ওরশ শরীফ সম্পন্ন
আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা কুতুবে জামান, কুতুবুল আকতাব, সাহেবে কাশ্বফুল কারামত, মুশকিল ক্বোশা, হাযত রওয়া, হযরতুল আল্লামা শাহসূফি জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলার বেলায়ত বার্ষিকি ওরশ শরীফ ২১ মাঘ মোতাবেক ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।


ওরশ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া’র পক্ষ থেকে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল খতমে পাঠ কোরআন, হযরত নবী করিম (দঃ), সাহাবায়ে কেরাম (র:) এবং আউলিয়া কেরাম (রহ:) এর রুহ মোবারকের উপর ফাতেহা পাঠ, এশার নামাজ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, সা’মা মাহফিল।

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মুনাজাতসহ সার্বিক ওরশ শরীফ পরিচালনা করেন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা শাহ্ সূফী সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাব উদ্দীন খালেদ আল্ কাদেরী আল্ চিশতী (রহঃ) কেবলার শাহাজাদা আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ কাদেরী আল্ চিশতী (মাদ্দাজিল্লুহুলআলী)।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.