
শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ইনভেস্টর অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) শেয়ারবাজারের সংকট উত্তরণ ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক বৈঠকের অনুমতি চেয়ে আবারও চিঠি দিয়েছে।
শনিবার (১৭ মে) সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। এর আগে গত ২৯ এপ্রিল একই বিষয়ে একটি চিঠি দিয়েছিল বিসিএমআইএ।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দেশের শেয়ারবাজার বিপর্যস্ত অবস্থায় ছিল। বিপ্লবের পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হলেও বর্তমানে পরিস্থিতি ফের হতাশাজনক হয়ে উঠেছে। দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে শেয়ারবাজার আজ ধ্বংসপ্রায় বলে মন্তব্য করা হয় চিঠিতে।

এই প্রেক্ষাপটে বাজারের বর্তমান সংকট উত্তরণ ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ রক্ষায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটি। তারা জানায়, পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিতে চায়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পূর্বের চিঠির কোনো জবাব না পাওয়ায় তারা পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে এবং জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.