এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী
নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং পেলভিক এন্ডোস্কোপিক সার্জন হিসেবে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী, এমবিবিএস, এফসিপিএস (গাইনী ও অবস)।
নারীদের স্বাস্থ্যসেবায় ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি এভারকেয়ার টিমে যুক্ত হলেন।
ডা. চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনী ও অবস-এ এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি, দেশে ও বিদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি, হিস্টেরোস্কোপি এবং আই.ভি.এফ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন।
তিনি পেলভিক এন্ডোস্কোপিক সার্জারিতে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত, বিশেষ করে টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেকটমি, ফাইব্রয়েড ও এন্ডোমেট্রিওসিস অপারেশন, প্রোল্যাপ্স অপারেশন এবং প্রজনন সক্ষমতা চিকিৎসায় তিনি অভিজ্ঞ। হিস্টেরোস্কোপির মাধ্যমে মাসিকের সমস্যা নির্ণয় ও চিকিৎসায় তার বিশেষ দক্ষতা রয়েছে। ডা. চক্রবর্তী নিঃসন্তান দম্পতিদের জন্য আইভিএফ, আইইউআই, ল্যাপারোস্কোপিক পরীক্ষা ও প্রয়োজন হলে সার্জারির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।

ডা. চক্রবর্তী শুধু গাইনী চিকিৎসায় নয়, নারীদের ক্যানসারের (ডিম্বাশয়, জরায়ুমুখ ও জরায়ুর ভেতরের স্তর) স্ক্রিনিং ও অপারেশনেও অভিজ্ঞ। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, নিরাপদ প্রসব ও মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর নানা প্রকল্পেও কাজ করেছেন। তার যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এই অঞ্চলের নারীদের আরও উন্নত ও আধুনিক নারীস্বাস্থ্য সেবা প্রদান করবে বলে আশা করা যায়।

ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে অনুগ্রহ করে ভিজিট করুন www.evercarebd.com অথবা ফোন করুন ১০৬৬৩ নম্বরে
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.