বোয়ালখালী সমিতি কক্সবাজার-এর সিনিয়র সদস্য সৈয়দ আহম্মদ সওদাগরের মাসিক ফাতেহা সম্পন্ন
পর্যটন নগরী কক্সবাজার সুগন্ধা বীচ সংলগ্ন সী-ইন মার্কেটের এসএন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি, বোয়ালখালী সমিতি কক্সবাজার-এর সিনিয়র সদস্য মরহুম ছৈয়দ আহমদ সওদাগরের মাসিক ফাতেহা গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সুগন্ধায় অনুষ্ঠিত হয় বলে জানান- বোয়ালখালী সমিতি কক্সবাজারের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো: আবদুল আজিজ।
বোয়ালখালী সমিতি কক্সবাজারের সহ-সভাপতি সূফী মনি সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক পোস্টে লিখেন- "অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সংগঠন বোয়ালাখালী সমিতি কক্সবাজার-এর দীর্ঘদিনের সারথি সকলের সু-পরিচিত মূখ সৈয়দ আহম্মদ সওদাগর আজ (৭ আগস্ট বৃহস্পতিবার) রাত ৮:২০ ঘটিকায় সুগন্ধা বায়তুল মামুর জামে মসজিদের অজুখানায় অজু করার সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে বোয়ালাখালী সমিতি কক্সবাজার-এর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।"
[caption id="attachment_2300" align="alignnone" width="1280"] ছবি: মাসিক ফাতেহা অনুষ্ঠানে মরহুমের ছেলে আবিদ সুমনসহ অন্যান্যরা[/caption]
তাঁর একমাত্র ছেলে আবিদ সুমন জানান, ঐদিন রাত ১১টায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরেরদিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নে তাঁর নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.