
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী
"স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলে প্রাণের স্পন্দনে" এই স্লোগানকে বুকে ধারণ করে "স্মৃতির মোহনা" স্মরণিকা প্রকাশ করে নানা আয়োজন ও স্মৃতিচারণে অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী (১৯৫৮-২০২৫) পরিষদের পুনর্মিলনী। গত শনিবার (১০ জানুয়ারি) বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মিলনমেলায় ছিল র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আপ্যায়ন, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।

সকালে র্যালি পরবর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী। পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ আবুল মোহছেন ও আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ড. সবুজ বড়ুয়া, যুগ্ম জেলা দায়রা জজ জান্নাতুল আদন শিরিন, ডা. রেজওয়ানা আহমদ সিদ্দিকা। এ সময় সাবেক ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রাস বিহারী আচার্য, বাবুল কান্তি দে, দীপ্তি বিশ্বাংগ্রী, চঞ্চল চৌধুরী, ভূপাল চক্রবর্তী, দীলিপ দত্ত প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোছাইন চৌধুরীর সভাপতিত্বে ব্যাচ ভিত্তিক আড্ডা ও পরিবেশনা উপভোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থী আফজর রহমান ও মো. ফারুক ইসলামের সঞ্চালনায় ফকির মিউজিক্যাল ব্যান্ডের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র্যফেল ড্র মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.