বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার স্বপ্নদ্রষ্টা মোনাজেরে আহলে সুন্নত, হযরতুল আল্লামা শাহসুফী আলহাজ্ব সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল্-ক্বাদেরী আল্-চিশতী (রহঃ) কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আল্লাহ-আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল আদেশ নির্দেশের সামগ্রিক নিঃশর্ত অনুসরণকে আদর্শ এবং আল্লাহ তায়ালার প্রদত্ত ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত বিধানামতে" আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত " এর আদর্শালোকে মানব জীবনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান আদর্শ প্রতিফলনের মাধ্যেমে আল্লাহ ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনকে উদ্দেশ্য ও লক্ষ্য করে ১৯৮০ সালের ২১শে জানুয়ারি তথা আজকের এই দিনে বাংলার জমিনে " বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আহলা দরবার শরীফ এর তৎকালীন সাজ্জাদানশীন মোনাজেরে আহলে সুন্নাত,হযরতুল আল্লামা শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল্ ক্বাদেরী-আল্ চিশতী (রহঃ) এর পরিকল্পনা এবং পরামর্শে চট্টগ্রাম নগরীর দেবপাহাড়স্থ আহলা দরবার শরীফের ঐতিহাসিক খানকাহ শরীফে (খানকাহ-এ ক্বাদেরীয়া চিশতীয়া নূরীয়া) ১১ জন সদস্য নিয়ে সুন্নীয়তের একক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জন্ম লাভ করে এবং চট্টগ্রামের দেব পাহাড়ের আহলা দরবার শরীফের ঐ খানকাহ শরীফকেই বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অস্থায়ী কার্য্যালয় হিসেবে ঘোষণা করা হয়।

চট্টগ্রামের বাহিরেও অন্যান্য অঞ্চলে সংগঠন বিস্তৃতি লাভ করার পেছনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী আলহাজ্ব সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল ক্বাদেরী,আল চিশতী (রহঃ)।
তিনি রাজধানী ঢাকার এ্যালিফ্যান্ট রোডের সিটি সুপার মার্কেটে পরবর্তীতে জিন্নাত ম্যানসনে ছাত্রসেনার কেন্দ্রীয় অফিস স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন।পরবর্তীতে সেই সংগঠন সাড়া বাংলাদেশ ব্যাপী অহিংস ছাত্র রাজনীতির মডেল হিসেবে রূপ নেয়।
পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দগণ সুন্নীয়তের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গঠন করেন।
শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই দিন যারা হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) 'র ডাকে সাড়া দিয়ে ঐতিহাসিক দেবপাহাড়ের খানকাহ শরীফে উপস্থিত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠা করতে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশেমী সাহেব কেবলা (রহঃ), আল্লামা জাফর আহম্মদ সিদ্দীকি (রহঃ), শেরে মিল্লাত মুফতী ওবাঈদুল হক নঈমী (রহঃ) এর প্রতি।

স্মরন করছি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালীন ১১জন সদস্যদের যাদের মধ্যে ছিলেনঃ
★মাওলানা এম. এ. মন্নান [আহ্বায়ক এবং পরবর্তীতে সভাপতি ছিলেন বর্তমানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চেয়্যারম্যান ।আ’লা হযরতের কানযুল ঈমান ও মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (সাঃ)'র সফল অনুবাদক সংগঠক হিসেবে সুপরিচিত],
★আলী হাসিন [যুগ্ম আহ্বায়ক,বাড়িঃ সন্দীপ,চট্টগ্রাম কলেজের ছাত্র বর্তমানে আমেরিকায় আছেন,হযরত সেহাব বাবা (রহঃ) এর একনিষ্ঠ মুরীদ ]।
★সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম [বর্তমানে বিশিষ্ট সাংবাদিক ও মাসিক তরজুমানের ভারপ্রাপ্ত সম্পাদক],
★মাওলানা এম. এ. মতিন [সোবহানিয়া আলিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ১৯৮৪ থেকে ১৯৯০ পর্য়ন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি । বর্তমানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব]
★মরহুম আখতার হোসেন নান্টু [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অর্থ মন্ত্রালয়ে উপ-সচিব ছিলেন।বর্তমানে বেঁচে নেই,হযরত সেহাব বাবা (রহঃ) এর একনিষ্ঠ মুরীদ]
★মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান [জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র, বর্তমানে জামেয়ার অধ্যক্ষ, প্রধান ফকিহ ও বিশিষ্ট আলেমে দ্বীন ]।
★আলহাজ্ব নিজাম উদ্দীন মাহমুদ [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাড়ি নোয়াখলি । বর্তমানে চট্টগ্রামে ব্যবসায়ী হিসেবে আছেন,হযরত সেহাব বাবা (রহঃ) এর একনিষ্ঠ মুরীদ]।
★স. উ. ম.আব্দুস সামাদ [সোবহানিয়া আলিয়ার ছাত্র, বর্তমানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ন মহাসচিব]।
★ হাফেজ মুহাম্মদ আব্দুল হাই [ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র, বর্তমানে গহিরা আলিয়ার মুহাদ্দিস ],
★আব্দুল মোতালেব[ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, বাড়ি সাতকানিয়া, বর্তমানে ব্যবসায়ী,হযরত সেহাব বাবা (রহঃ) এর একনিষ্ঠ মুরীদ]।
★নাজমুল আহসান [ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র,বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবেঢাকায় উচ্চপদে কর্মরত আছেন,হযরত সেহাব বাবা (রহঃ) র একনিষ্ঠ মুরীদ]।
বর্তমানে এটি সারা বাংলাদেশ ব্যাপী অহিংস ছাত্র রাজনিতীর অন্যতম মডেল হিসেবে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ।
প্রতিষ্টাকালীন ১১ সদস্যদের মধ্যে যারা বেচে নেই তাদের কে আল্লাহ তা'আলা জন্নাতের উচ্চ মকাম দান করুক।
এছাড়াও যে সকল সূন্নী দরবারের পীর সাহেব, আলেম ওলামা এই সংগঠনের পৃষ্ঠপোষকতা করেছেন,এবং সংগঠনের প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন তাদের সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে।
বর্তমানে এটি সারা বাংলাদেশ ব্যাপী অহিংস ছাত্র রাজনীতির অন্যতম মডেল হিসেবে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ।
গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি, এই সংগঠনের পেছনে হযরত শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ (রহঃ) এর অবদান, যিনি নিজের শারীরিক আর্থিক প্রসাশনিক সব ক্ষেত্রে অন্যতম ত্যাগ করে এই সংগঠনকে সুন্নিয়তের উজ্জ্বল শিকড়ে পৌছে নিয়ে গেছেন ।
সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্টার আন্দোলনে সুন্নিয়তের প্রচার প্রসারে যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে তিনি হলেন সাহসী ত্যাগী ওলীয়ে কামেল হযরতুল আল্লামা শাহ্সূফী আলহাজ্ব সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল্ ক্বাদেরী-আল্ চিশতী (রহঃ)।
(সংগৃহীত)
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.