
হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.)–এর মাজার জিয়ারত করে নির্বাচনী মাঠে নামলেন ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা জসিম উদ্দিন নুরী
আলমগীর রানা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা–১৮ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী জসিম উদ্দিন নুরী।
তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মাজারে উপস্থিত হয়ে দেশ, জাতি ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাজার জিয়ারত শেষে তিনি বলেন, “আল্লাহর ওপর ভরসা রেখে ও জনগণের দোয়া নিয়ে আমি আমার নির্বাচনী পথচলা শুরু করলাম। ইনশাআল্লাহ, মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আমি নিরলসভাবে কাজ করব।”

এ সময় বৃহত্তর সুন্নি জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, মাওলানা কাজী জসিম উদ্দিন নুরী একজন যোগ্য, সৎ ও আদর্শবান প্রার্থী; তাঁর নেতৃত্বে ঢাকা–১৮ আসনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রচারণা আগামী দিনে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে আরও জোরদার হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.