কর্ণফুলীর অবৈধ দখল ও দূষণ পরিদর্শনে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান
আলমগীর রানা (বিশেষ প্রতিনিধি):
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী বলেছেন, কর্ণফুলী নদী ও হালদা নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধে নতুন করে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কালুরঘাট সেতুর পূর্ব প্রান্ত থেকে স্পিডবোটে করে কর্ণফুলী নদীর বিভিন্ন অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নদী রক্ষায় শুধু নদী রক্ষা কমিশনের দিকে তাকিয়ে থাকলে হবে না। এ ক্ষেত্রে নাগরিকদের সোচ্চার হতে হবে। যারা নদী দখল ও দূষণ করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আইনপ্রয়োগকারী প্রশাসনকে ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানসহ কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.