পটিয়া নিবাসী জঙ্গলখাইনস্থ মরহুম গাজী এখলাছ মিয়ার স্ত্রী প্রকাশ আকতার এর মা নূরজাহান বেগম (৮৫) এর কুলখানি আজ অনুষ্ঠিত হবে।
তিনি বাণিজ্যিক রাজধানী পত্রিকার সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রাম এর বোয়ালখালী-চান্দগাঁও রিপোর্টার ও কবি-সংগঠক-সাংবাদিক আলমগীর রানার নানী, জঙ্গলখাইনের ফরিদ ও ইদ্রিছ সাবেক দুই চেয়ারম্যানের জেঠাতো বোন, মরহুম এজাহার মিয়া ডিলারের বড় মেয়ে।
তিনি গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর একনিষ্ঠ মুরিদ ছিলেন। বাদে মাগরিব জঙ্গলখাইন কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফের শাহজাদা মৌলানা শাহ আলম গরীবি (মা:জি:আ:)।
জানাযায় শরীক হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং আমির ভাণ্ডার দরবার শরীফের আওলাদপাক, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ, জামাতাগণ মরহুমার মৃত্যুতে পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.