চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার প্রবীন নাগরিক ও সমাজকর্মী, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির উপদেষ্টা, প্রবীন সাংবাদিক, সুফিবাদী মরমীতত্ত্বের বিশিষ্ট কবি আলহাজ এম এ কুদ্দুস আজ (২১ ফেব্রারুয়ারি) রাতে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (ICU) তে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন, সহ সভাপতি আবদুর রহিম, সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, সহ সভাপতি ডা. মআআ মুক্তাদীর, মহাসচিব মাস্টার আবুল হোসাইন, প্রচার সম্পাদক কবি ঈমাদ উদ্দিন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, দপ্তর সম্পাদক নাজমুল হক শামীম প্রমুখ এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.