আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক বা টুইটারে কোনো অফিসিয়াল আইডি নেই। শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, এই টুইটার অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টুইটার অ্যাকাউন্ট বলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, টুইটার অ্যাকাউন্ট প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং সবুজ ব্যাজযুক্ত ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট।
পরিচিতিতে লেখা রয়েছে- ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটও লিংকআপ করা। অ্যাকাউন্টটিতে ফলোয়ার সংখ্যা রয়েছে ১৩৭ জন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.