বোয়ালখালীতে পূর্ব গোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনির্মিত রাখা)। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকমণ্ডলি, ছাত্রছাত্রীবৃন্দ ব্যানার ও পুষ্পমাল্য সহকারে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিদ্যালয়ের অনুষ্ঠান যথারীতি শুরু হয়। এতে আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু আশিস চৌধুরী, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আবদুল হালিম চৌধুরী, মিসেস শাহানাজ পারভীন, টুম্পা চৌধুরী, জান্নাতুল মাওয়া খানম, শাহিন আকতার প্রমুখ।
সভাপতি মিজানুর রহমান চৌধুরী আলোচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে সারগর্ভ আলোচনা করেন। ছাত্রছাত্রীদের ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাঁদের জীবনী অনুসরণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা মিসেস শাহীন আকতার মনি।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.