
"১৯৪৭ সালে দেশবিভাগের পর থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত আন্দোলনই ভাষা আন্দোলন, যা চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর প্রমুখ বাংলা ভাষাপ্রেমীর আত্মদানের মধ্য দিয়ে বাংলা ভাষা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পায়।"
২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বোয়ালখালীস্থ দরপপাড়া হাজী মতিয়র রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক এইচ এম আলমগীর চৌধুরী রানা এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা নাছির উদ্দীন মোঃ ইউসুফের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নবী আহমদ ও আনোয়ারা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা শর্মিলা দত্ত, প্রীতি রাণী সেন, বহ্নি শিখা দেব, মহী নন্দী প্রমুখ।
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়া, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিদের মাঝে বিজয়ীদের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.