হযরত মানজি শাহ্ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন
বোয়ালখালী পৌরসভা পূর্ব গোমদণ্ডীতে হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ (রহঃ) এর ৩১তম পবিত্র ওরশ শরীফ ৬ই ফাল্গুন ১৯ ফেব্রুযারি রবিবার উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আল্লাহ রাসুল মহান অলিগণের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাজার শরীফের খাদেম আল সিরাজ ভাণ্ডারীর সভাপতিত্বে মোহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি পাড়া আহসান উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা মোহাম্মদ তাজুল ইসলাম নোমানি ছাহেব, মাওলানা আলী আকবর রিজভী ছাহেব, মরমি শিল্পী রাসেল হায়দার ও তার দল।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ নুরুল আলম, মোঃ নুরুল ইসলাম, আবু সৈয়দ, মোঃ ইছাক সওদাগর, আবদুস সবুর, মোঃ শহিদুল্লাহ, আবদুল গফুর, মোঃ রশীদুল্লাহ, মোঃ নুরুন্নবী, আবদুল লতিফ, মোঃ রাজা মিয়া, দৌলত খান, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ এমদাদুল ইসলাম রিয়াদ।
ওরশ শরীফ কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, সামা জিকির মাহফিল, ফাতেহা শরীফ, তবরুক বিতরণ, আখেরি মুনাজাতের মধ্যদিয়ে সবার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.