হাজী মোঃ তাইজুদ্দীন (রঃ)'র ১ম বার্ষিক ফাতেহা শরীফ 
পীরে ত্বরিকত হযরত সেহাবউদ্দীন খালেদ আল্ ক্বাদেরী আল্ চিশতী (রহঃ)'র লালিত স্বপ্ন, রাজধানী কেন্দ্রীক সুন্নীয়তের আরেকটি দূর্গ শুভ উদ্বোধন হলো আজ।
স্বার্থের দুনিয়ায় তিল পরিমাণ জায়গা কেউ কাউকে ছাড় দেয়না কিন্তু বর্তমানের সেই কঠিন সময়ে সাভারের মত মূল্যবান জায়গায় ১৫ কাটা জমি নিয়ে গড়ে উঠেছে নূরীয়া সেহাবীয়া কমপ্লেক্স এটাই আল্লাহর অলীর নজরে করমের ফসল।
যেখানে রয়েছে সুবিশাল মসজিদ, মাদ্রাসা এবং আহলা দরবার শরীফের খানকা শরীফ। নিঃসন্দেহে সাভার, নারায়ণগঞ্জ লুটেরচর পূর্বপাড়া এলাকায় সুন্নীয়ত প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যেই এলাকায় একসময় সুন্নীয়তের পক্ষে কথা বলা কঠিন ছিলো সেই এলাকায় সুন্নীয়তের একটা কমপ্লেক্স শুভ উদ্বোধন হয়েছে আজ ।
শুভ উদ্বোধন করেন আহলা দরবার শরীফ এর সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত হযরত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ ক্বাদেরী, আল্ চিশতী (মাঃ জ্বিঃ আঃ)।
আশরাফুল আউলিয়া, সুলতানুল হিন্দ, আতায়ে রাসুল (দঃ), বান্দায়ে নাওয়াজ, গরীবে নাওয়াজ, হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (রহ.)'র ওরশ শরীফ ও নূরীয়া সেহাবীয়া জামে মসজিদের শুভ উদ্বোধন এবং হাজী মোঃ তাইজুদ্দীন (রঃ)'র ১ম বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষ্যে জশনে মিলাদুন্নবী ও সেমা মাহফিল ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার সাভারস্থ পূর্বপাড়া লুটেরচরে অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান হিসেবে তশরিফ নেন রহনুমায়ে শরিয়ত, পীরে তরিক্বত, হযরতুল আল্লামা শাহ্সূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহ:) এর শাহ্জাদা, চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মা:জি:আ:)।
মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরীর পরিচালনায় আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার (নূরীয়া যুব সংঘ) সহযোগিতায় মোঃ শফীকুল ইসলাম (বকুল) সার্বিক ব্যবস্থাপনায় ও তত্বাবধানে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.