বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের
বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় চৌমুহনী বাজারের ইসহাক হোটেলকে ৫ হাজার টাকা, ঝাল বিতানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও যত্রতত্র গাড়ি পার্কিং করায় দুই চালক এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানোয় এক দোকানদারকে সংশ্লিষ্ট আইনে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.