সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আগ্রাবাদ সার্ভিস পয়েন্টের বীমা দিবস উদযাপন
"আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ" -এ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে আজ। বুধবার (১ মার্চ) সকাল ১১টায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগ্রাবাদ সার্ভিস পয়েন্ট এর ব্যবস্থাপনায় শেখ মুজিব রোড-দেওয়ানহাট থেকে চৌমুহনী মোড় হয়ে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগ্রাবাদ সার্ভিস পয়েন্ট এর জেনারেল ম্যানেজার বাবু সরন কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, "বাংলাদেশ সরকারের অর্থনৈতিক ভিত্তি সমৃদ্ধশালী করার লক্ষ্যে জীবনের নিরাপত্তা বিধান ও সঞ্চয়ী পরিকল্পনায় নিজের মূল্যবোধ, প্রিয় পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের আর্থিক নিশ্চয়তা প্রদান, প্রিয়জনদের প্রত্যাশা পূরণে আপনার দায় বহন করবে বীমা প্রতিষ্ঠান। এই অঙ্গিকারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বীমা দিবসে আমাদের সকল গ্রাহক, কর্মকর্তা ও শুভাকাঙ্খীদের জানাই আগ্রাবাদ অফিসের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।"
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলিপ কুমার মজুমদার, আঞ্জুমান আরা বেগম, শামসুল আলম, শাহীন কাদির, এইচ এম আলমগীর চৌধুরী রানা, এম এ হাকিম, গাজী তৌফির, সরোজ চক্রবর্ত্তী, ঝর্ণা নন্দী, আনোয়ার হোসেন, শিপ্রা সরকার, শিউলি পাল, পরিমল বিকাশ বড়ুয়া, মাহবুবুল আলম, খুকি, নাহিদা আক্তার জুঁই সহ উপজেলায় কর্মরত বীমা কোম্পানির বিভিন্ন শাখা অফিসের কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.