বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন রেজাউল করিম রাজা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা।
তিনি নৌকা প্রতীকে ৩০হাজার ৯৮৪ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদা এসএম মিজানুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২হাজার ৯০৮ভোট। এ নির্বাচনে অপর স্বতন্ত্রপ্রার্থী কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫৮৬ ভোট।
৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে রেজাউল করিম রাজাকে বিজয়ী ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন।
এতে ৮৬টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৪৭৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলায় ভোটার সংখ্যা ২লাখ ৬হাজার ১৬৭জন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.