শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে: চীনা রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চলতি বছরে চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের সম্মানে প্রি-ডিপারচার রিসেপশনে এসব কথা বলেন তিনি। রোববার (৬ মে) সন্ধ্যায় চীনা দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইয়াও ওয়েন বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে। এমনকি হতে পারে চীনের চেয়েও ভালো। কারণ এখানে (বাংলাদেশ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে।’
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী- আগামী বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে। বেইজিং ঢাকার এ ধরনের সাফল্যের প্রশংসা করে। বাংলাদেশের উন্নয়ন দেখে আমরা উৎসাহিত।’
ইয়াও ওয়েন বলেন, ‘উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এরইমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল। আর আমাদের (বাংলাদেশ ও চীন) চূড়ান্ত লক্ষ্য হলো অভিন্ন-উন্নয়ন।’
দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর সং ইয়াং এ অনুষ্ঠান সমন্বয় করেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2025 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.