ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)

বাংলাদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লীলাভূমি বীর চট্টলার প্রসিদ্ধ আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী মাদ্দাজিল্লুহুল আলী ১১ অক্টোবর ২০২৫ ইংরেজি, শনিবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন।

 

আগামীকাল ১১ অক্টোবর বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি-আরবের উদ্দেশ্যে রওনা হবেন এবং একই দিনে রাতে উক্ত ফ্লাইট সৌদি-আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে পীর সাহেব ক্বেবলার সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া বিভিন্ন কমিটির দায়িত্বশীলদের মধ্য থেকে প্রায় ২৫ জন সফরসঙ্গীদের একটি বিশেষ টিম সৌদি-আরব যাচ্ছেন বলে জানিয়েছেন এই কাফেলার অন্যতম সফরসঙ্গী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দীন নূরী।

 

সৌদি-আরবে ওমরাহ পালন,মদিনায় মনোয়ারা জেয়ারত শেষে সফরকালে তিনি আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, সৌদি আরব শাখার ব্যবস্থাপনায় বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম সহ তাসাউফ ভিত্তিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সাধক হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ০১ লা জামাদিল আউয়াল মোতাবেক উক্ত তারিখে মদিনায় মুনাওয়ারায় উক্ত ওরশ শরীফ উপলক্ষে সৌদি-আরব আঞ্জুমানের আয়োজনে অনুষ্ঠিতব্য মাহফিলে ছদারত করবেন।

সফরসঙ্গী আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সৌদি আরব আঞ্জুমাদের পীর ভাইদের সাথে সাংগঠনিক সংলাপ এর মাধ্যমে সফর শেষে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী) দেশের পথে রওনা দেবেন ইনশাল্লাহ।

 

এদিকে আহলা দরবার শরীফের পীর সাহেব ক্বেবলার সৌদি-আরব সফরকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছেন সৌদি-আরবে অবস্থানরত আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সৌদি আরব শাখার কর্মকর্তা এবং সদস্য বৃন্দ। মুরশিদ ক্বেবলাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে সৌদি-আরবের পীর ভাইগণ অপেক্ষার মুহুর্ত গুনছেন বলে জানিয়েছেন দায়িত্বশীলগণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email