
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল ও হযরত সেহাবউদ্দীন খালেদ (রহ:) কনফারেন্স আজ
আহলা দরবার শরীফের ত্বরিকত ভিত্তিক আধ্যাত্মিক সূফি সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সৌদি আরব শাখার ব্যবস্থাপনায় কিংডম অব সৌদি আরব কেএসএ এর পবিত্র নগরী মদিনা শরীফে জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী (দঃ) মাহফিল এবং হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফি সৈয়দ এ.জেড.এম সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহঃ)’র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে কনফারেন্স-২০২৫ মদিনা শরীফের আল-খলিল-এ আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার, বাদ এশা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবার সদয়সম্মতি জ্ঞাপন করেছেন হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ এ জেড এম সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহঃ)’র শাহজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মা.জ্বি.আ)।
উক্ত কনফারেন্সে দেশবরেণ্য আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।





