
কক্সবাজারে অনলাইন বাস টার্মিনাল: সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত
গতকাল ২৯ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে বাংলাদেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থায় অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে অনলাইন বাস টার্মিনাল (OBT)। জেলা পুলিশের বাস্তব অভিজ্ঞতা ও ডিজিটাল প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতামূলক পরিবহন সেবা নিশ্চিত করতে ওবিটি এক বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে।
গত এক বছরে ওবিটি বাংলাদেশের আন্তঃজেলা বাস পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্মে দেশের সকল আন্তঃজেলা বাস পরিবহন কোম্পানি ও ব্যবস্থাপনার তথ্য, বাস শিডিউল, ফিটনেস ও রুট পারমিটের তথ্য, চালক ও গাইডের ডেটাবেস, সড়ক দুর্ঘটনার তথ্য, যাত্রীদের রেটিং-রিভিউ সিস্টেমসহ নানা সেবা সংযুক্ত করা হয়েছে।
কক্সবাজারে চলাচলরত ৭৩টি আন্তঃজেলা বাস পরিবহনের শিডিউল ডিজিটালভাবে একীভূত করা হয়েছে। ১০৫টি বাস কোম্পানি ও ১৭৬৮টি বাস, ১৬৮০ জন চালক এবং ২৩৮৬ জন গাইডের তথ্য সন্নিবেশ করা হয়েছে।
একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে বাস টিকিট প্রাপ্তির সুবিধা, যাত্রীদের অভিযোগ ও রিভিউ প্রক্রিয়া এবং রিয়েল-টাইম বাস অবস্থানের সেবা সংযুক্ত থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে অনলাইন বাস পারমিশনের মাধ্যমে প্রায় ১১ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
এলইডি ডিসপ্লেতে বাস শিডিউল প্রদর্শনের ব্যবস্থা এবং ‘ইমার্জেন্সি এলার্ম’ চালু করার মাধ্যমে যাত্রীরা সরাসরি নিরাপত্তা সংক্রান্ত জরুরি সহায়তা চাইতে পারছেন।
ওবিটি শুধু কক্সবাজারে নয়, দেশের সকল জেলায় প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি আন্তঃজেলা টার্মিনালকে এই প্ল্যাটফর্মের আওতায় আনা হবে এবং সড়কে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ মোবাইল এপসের মাধ্যমে বাসের ফিটনেস ও রুট পারমিট যাচাই, রিয়েল-টাইম চালকের তথ্য যাচাইয়ের ব্যবস্থা প্রবর্তন করবেন। এ উদ্যোগের মাধ্যমে সময় বাঁচানো এবং জ্বালানি খরচ কমানো সম্ভব হবে।
জেলা পুলিশ, কক্সবাজার জানায়, ওবিটি বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার এক কার্যকরী মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। এটি সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা, নিরাপত্তা ও আস্থা তৈরি করে ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনার Sustainable Development Goal (SDG) অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।