
মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ব্যারিস্টার মনোয়ারের বার্তা: কালুরঘাট নতুন সেতু ও জলাবদ্ধতা নিয়ে নির্বাচনকে সামনে রেখে সুস্পষ্ট নির্দেশনার আহ্বান
আজ (১৪ নভেম্বর) মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের জলাবদ্ধতা ও কালুরঘাটে নতুন সেতু বাস্তবায়নে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুস্পষ্ট নির্দেশনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন।
এক বিশেষ ই-মেইল বার্তায় তিনি বলেন, ৮০ দশকে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটি গঠন করে চট্টগ্রামের প্রতি অবহেলার প্রতিবাদে তখনকার সময়ে ১৫ দফার ভিত্তিতে পাঁচ শতাধিক সংগঠনের সমর্থন নিয়ে ৪৮ ঘন্টা হরতাল, অবরোধ, মিছিল মিটিং করে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, চট্টগ্রামে আন্তর্জাতিক বিমান বন্দর, গভীর সমুদ্র বন্দর স্থাপন, জলাবদ্ধতার সমাধান ইত্যাদি দাবীতে অটল ছিলাম।
২০১৫ সালে চট্টগ্রাম নাগরিক ফোরাম গঠনের পর থেকে আমরা চট্টগ্রামের নগরীর জলবদ্ধতা, কালুরঘাটে নতুন সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রস্তাবনা ও আবেদন জানিয়ে এসেছি। আজ বলতে পারি আমাদের দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে। কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বপ্ন পূরণ করে চলছেন। তার মধ্যে আছে টানেল, কক্সবাজার ট্রেন লাইন সম্প্রসারণ, ফ্লাই ওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, গভীর সমুদ্র বন্দর ইত্যাদি।
এতো উল্লেখযোগ্য উন্নয়ন অতীতে কোন সরকারের সময়ে হয়নি। এজন্য আমরা দলমত নির্বিশেষে তাঁকে বৃহত্তর চট্টগ্রামবাসীর পক্ষ থেকে জানাই অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন। প্রেরিত বার্তায় ব্যারিস্টার মনোয়ার আরো জানান, “আমরা মনে করি যে, চট্টগ্রামের বিশেষ করে মহানগরের পরিকল্পিত উন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বয়সহ বেশ কিছু সমস্যা রয়েছে এবং এগুলো চিহ্নিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে চট্টগ্রামের আরো পরিকল্পিত উন্নয়ন করতে হবে।
এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী বছরের শুরুতে আবারো নতুন সরকার গঠিত হবে বলে আমরা আশা করি এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরই জলাবদ্ধতার মেগা প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করে এর স্থায়ী সমাধান করা এবং নতুন কালুরঘাট সেতু অবিলম্বে নির্মাণ করাটা অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানান। এসব বিষয়ে এই নির্বাচনকে সামনে রেখে সুস্পষ্ট ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চট্টগ্রামবাসী আশা করেন।





