বিশ্ব পর্যটন দিবস: কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি

পর্যটন রাজধানী কক্সবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শনিবার সকালে শহরের লাবণী পয়েন্ট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, স্কুল শিক্ষার্থী এবং হাজারো সাধারণ মানুষ। এছাড়া শোভাযাত্রায় ছিল ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলের পরিবেশনা ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইক। রঙিন টি-শার্ট পরে নিজেদের ব্যানারে অংশ নেয় হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি, কক্সবাজার সার্ফিং কমিউনিটিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, পর্যটনের সাথে এ জেলার প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। তাই আমরা সবাইকে সাতে নিয়েই আজকের দিনটি উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, এই সময় কক্সবাজারে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ ও অবকাশ যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

পর্যটন দিবসের অংশ হিসেবে শোভাযাত্রা শেষে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email