মদিনা শরীফে ঈদে মিলাদুন্নবী (দ:) ও হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স

মদিনা শরীফে ঈদে মিলাদুন্নবী (দ:) ও হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শরীফে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) এর চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে কনফারেন্স-২০২৫ ২৩ অক্টোবর বৃহস্পতিবার মদীনা মনোয়ারার আল-খলিলে সম্পন্ন হয়েছে।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মা.জ্বি.আ)।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবরার ইবনে সেহাব বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন তিনি তাঁর প্রিয় হাবীবকে এমনভাবে দিবেন তাতে রাসুল (দ:) সন্তুষ্ট হয়ে যাবেন।

বক্তব্যে তিনি আরো বলেন, কাল হাশরের ময়দানে যখন আমরা বে-সাহারা হয়ে যাব তখন আমরা দেখতে পাব আমরা গুনাহগার উম্মতকে পার করার জন্য আল্লাহর কাছে সিজদাহ্ করে রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীবকে খুশি করার জন্য বলবেন, আজকে জান্নাতি কে জাহান্নামী কে সেটা দেখা হবে না! যতক্ষণ আমার বন্ধু খুশি হবে না, ততক্ষণ জান্নাতের দরজা খোলা থাকবে।

কনফারেন্সে বক্তারা বলেন, রাসুল (দ:) এর আদর্শে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে আহবান জানান। এবং বাংলাদেশে ঈদে মিলাদুন নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম পালনে আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফি সৈয়দ এ জেড এম সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহঃ) এর অবদানের কথা তুলে ধরেন।

এসময় আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা জসিম উদ্দিন নূরী, মুফতি মোহাম্মদ গোলাম মওলা, সরোয়ার জামান, মাওলানা শহিদুল্লাহ মূন্সিসহ প্রমুখ।

সভাশেষে প্রধান অতিথির আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় আহলা দরবার শরীফের তরিকত চর্চার আধ্যাত্মিক সূফি সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সৌদি আরব শাখার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফি সৈয়দ এ জেড এম সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহঃ) কনফারেন্স-২০২৫।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email