
আগামী ১০ জানুয়ারি গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা মঙ্গলবার (৬ জানুয়ারি) গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভা সঞ্চালনা করে পরিষদের সদস্য সচিব হাসান চৌধুরী।
পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টার অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। কর্মসূচিসমূহ হলো, রিপোর্টিং, অভ্যর্থনা, উপকরণ গ্রহণ, অনুষ্ঠানের উদ্বোধন ও র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, প্রাক্তনদের আড্ডা, শিক্ষক সম্মাননা, ব্যক্তিগত ও ব্যাচ ভিত্তিক পরিবেশনা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
চূড়ান্ত সভার আগে পরিষদের সকল সদস্যদের অংশগ্রহণে এক স্বাগত র্যালি বের করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী এস এম আফজর রহমান, একরাম হোসেন চৌধুরী, আশুতোষ চৌধুরী টিটু, হাসেম চৌধুরী, প্রদুল দে, আবদুল মোমিন, শিল্পী মোজাহের, আলমগীর চৌধুরী রানা, প্রলয় চৌধুরী মুক্তি, সেকান্দর বাদশা, বিমান মোহরের, ফাতেমা বেগম, মো. ইছমাইল, মো. ফারুক ইসলাম, লিটন শীল, শহীদুল আলম, শাহ আলম বাবলু, শিল্পী জুসি বড়ুয়া, পারভেজ প্রমুখ।
পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টার ও সদস্য সচিব হাসান চৌধুরী রেজিস্ট্রশন সম্পন্ন করা সকল প্রাক্তন শিক্ষার্থীকে ১০ জানুয়ারি (শনিবার) উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।





