বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা আনজিমার টেক সৈয়দ আলমের নতুন বাড়ি এলাকায় হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম- ৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মতিউর রহমান রাসেলের স্বাগত বক্তব্য ও উপজেলা যুবদলের আহবায়ক এস এম রবিউল হাসান ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর, সাবেক পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, বিএনপি নেতা জাবেদ মেহেদী হাসান সুজন, নুরুল করিম নুরু, আব্দুল আউয়াল মঞ্জু, শফিকুল ইসলাম শাহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমুদুর রহমান আইয়ুব মেম্বার, আবদুল আওয়াল মঞ্জু, হাজী আবুল বশর, হাজী পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর কবির চৌধুরী, শওকত আলী চেয়ারম্যান, আহম্মদ শরিফ, জামাল হোসেন, সোলায়মান চৌধুরী, গোলাম হোসেন নান্নু, মহসিন খোকন, নাজিম উদ্দিন বাহাদুর, হারুন, ইসমাইল বিন মনির, আরেফিন রিয়াদ, নুর হোসেন, যুবদল নেতা আলতাফ, জাহেদ শাহরিয়ার, মো. সিরাজ, হাজী খোরশেদ, আদিল, ইউছুপ, নয়ন, নুর উদ্দীন মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফু, মিঠন, রুবেল, আবদুল্লা আল নোমান তুহিন, ইমন,আরমান, রিফাত, আরফাত, দিপু, আলী হায়দার, হাসান, তানভীর, ইরসান, জুবায়ের, সোহান, হাবিব, রাকিব, জয়নাল, সাগর, মিনহাজসহ হারুনুর রশীদ ফাউন্ডেশনের পরিচালক আতিকুর রহমান ফয়সাল, সামিউর রহমান আরাফাতসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এতে প্রায় দুই শতাধিকের অধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা.এসএমএইচ ফাহাদ, বাত ব্যাথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ ডা. এনাম উদ্দিন তালুকদার, মেডিসিন, ডায়াবেটিস ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডা. ফরহাদ তালেব এবং হৃদরোগ, মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডা. ইফতেখার আমিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email