আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সন্দ্বীপ শাখার মাহফিল সম্পন্ন

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সন্দ্বীপ শাখার মাহফিল সম্পন্ন

উপমহাদেশের তরিকত চর্চার অন্যতম প্রাণকেন্দ্র, পবিত্র ভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মিরাজুন্নবী (দ:) উপলক্ষে ১৭ জানুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কাছিয়াপাড় (৭ নং ওয়ার্ড) বোম পাটোয়ারী বাড়িতে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল, আওলাদে রাসূল (দ:) হাদীয়ে জামান, মুনাজেরে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল্ ক্বাদেরী-আল্ চিশতী (রহঃ)’র সাহেবজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ:), রাহবারে তরীক্বত হযরত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ ক্বাদেরী-আল্ চিশতী (মাঃজ্বিঃআ:)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email