গণমাধ্যমকে মাফিয়া ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করবে নতুন প্রজন্ম

গণমাধ্যমকে মাফিয়া ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করবে নতুন প্রজন্ম

গণমাধ্যমকে মাফিয়া ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করবে নতুন প্রজন্ম

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মনোনীত হওয়ায় চট্টবাণী পত্রিকার উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অদ্য ২০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টবাণী সম্পাদক ও প্রকাশক, মাইটিভি চট্টগ্রাম ব্যুরো চীফ আলহাজ্ব নুরুল কবির।

 

ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক সাংবাদিক মুনীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস্ ভিউ সম্পাদক ও প্রকাশক, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল ওসমান গণি মনসুর।

 

প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্বা মঈনুউদ্দিন কাদেরী শওকত।

 

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম এর সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক ও প্রকাশক, জাতীয় প্রেস ক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন আমার দেশ এর আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাব’র সদস্য সচিব জাহিদুল করিম কচি।

 

অবিভক্ত সাতকানিয়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, সাবেক ছাত্রনেতা, নাগরিক ঐক্যর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্বা সৈয়দ আবদুল মাবুদ।লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন চ্যানেল এসএর হেড অব নিউজ মিল্টন রহমান।

 

আলোচনায় অংশ নেন এবি পাটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এডভোকেট গোলাম ফারুক, সীতাকুণ্ড প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আ ফ ম বোরহান, মানবাধিকার নেতা এডভোকেট আবদুল গফুর তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক জোবাইর আলম মানিক, দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, মানবাধিকার নেত্রী ফারহানা আফরোজা খানম, চট্টবাণী নির্বাহী সম্পাদক এস ডি জীবন, চট্টগ্রাম ভয়েস এর সম্পাদক শেখ ফরমান উল্লাহ চৌধুরী, কর্ণফুলী সংবাদ এর সম্পাদক এম এ তাওহীদ, লাভ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদার, কর্ণফুলী ও আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি এম ডি এস রাজু প্রমুখ।

 

সভায় বক্তরা বলেন সংবাদপত্র, মিডিয়াকে মাফিয়া ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া প্রয়োজন। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশার আলোকে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সকল মহলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬ গুনিজনয। যথাক্রমে দি ডেইলি পিপলস্ ভিউ সম্পাদক ও প্রকাশক, ওসমান গণি মনসুর।

 

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্বা মঈনুউদ্দিন কাদেরী শওকত। সাংবাদিক ও সম্পাদকদের অধিকার আদায়ে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এডিটর ফোরাম এর সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

 

স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য অবিভক্ত সাতকানিয়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্বা সৈয়দ আবদুল মাবুদ। প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email