
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: আগ্রাবাদ শাখা কার্যালয়ের বর্ষ সমাপনী এবং ব্যবসা উন্নয়ন সভা
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: চট্টগ্রামের আগ্রাবাদ শাখা কার্যালয়ের বর্ষ সমাপনী এবং ব্যবসা উন্নয়ন সভা ২০২৪ আজ ২১ ডিসেম্বর শনিবার বিকেলে আগ্রাবাদ কপার সিমনীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি আগ্রাবাদ সাংগঠনিক অফিসের জেনারেল ম্যানেজার বাবু স্বরন কুমার ভট্টাচার্যী অতিথিদের নিয়ে আসন অলংকৃত করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিমাই কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন সিসিডি (বারডেম) এর সাবেক চিকিৎসক ও এনজিও সংস্থা কারিতাসে নিযুক্ত ডা: তন্ময় চক্রবর্তী, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি এডভোকেট সেলিনা আকতার, চৌধুরী হাট শাখা কার্যালয়ের ডিজিএম মিসেস আঞ্জুমান আরা বেগম।
অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন কাজী শাহীন কাদের, গীতা পাঠ করেন সরোজ কুমার চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন ম্যানেজার পরিমল বিকাশ বড়ুয়া।
সঞ্চালক সুষম কুমার বড়ুয়া সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অঞ্জনা রায় চৌধুরী, আনোয়ারা শাখা কার্যালয়ের ইনচার্জ শামসুল আলম, এডভোকেট আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো সুযোগ রয়েছে বীমা কর্মীদের। ১৯৯০ সালের ১ মার্চ থেকে সন্ধানীর যাত্রা শুরু। সন্ধানী দেশের ৪র্থ বীমা কোম্পানি। পেইডআপ ভ্যালু অর্জনে সন্ধানী লাইফ দ্বিতীয়। কোম্পানির ৭০০ কোটি দায়ের বিপরীতে ১১শ কোটি টাকার এ্যাসেট ভ্যালু আছে কোম্পানির। আগামী ১০ বছর একটাকা ব্যবসা না হলেও সন্ধানী গ্রাহকের ক্লেইম পরিশোধ করতে পারবে। কোম্পানির উপদেষ্টা ও চেয়ারম্যানের কথা “কি পাইলাম সেটা বড় কথা না, লোকের টাকা লোকেদের দিয়ে মুক্তি চাই।” “কম কষ্টে ব্যবসা করি, ব্যবসা একটু কম করি।” ২০১৮ সাল থেকে বিশেষ প্রক্রিয়া শুরু করেছি, ২০২৭ সাল থেকে বিএফটিএন এর মাধ্যমে গ্রাহকদের টাকা তাঁর নিজ একাউন্টে অটোমেটিক ঢুকে যাবে। কম খরচ করে নিয়মনীতি মেনে চলছি শুধুমাত্র গ্রাহকদের সেবা দানের লক্ষ্যে।
সভার সভাপতি স্বরন কুমার ভট্টাচার্যীর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সভা সমাপ্তি হয়।