
বোয়ালখালীতে আহলা শেখ চৌধুরী পাড়া হযরত কালুশাহ (রহঃ) ওরশ শরীফ আজ
আজ বোয়ালখালীতে আহলা শেখ চৌধুরী পাড়া মুকুন্দরামের হাট সংলগ্ন ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হযরত কালুশাহ (রহঃ)’র পবিত্র ওরশ শরীফ।
হযরত কালুশাহ (রহঃ) ওরশ শরীফ আজ ২৯শে মাঘ ১২ ফেব্রুয়ারি হযরত কালুশাহ (রহ.) মাজার সংলগ্ন আহলা শেখ চৌধুরী পাড়া কালু শাহ বাড়িতে অনুষ্ঠিত হবে।
প্রধান মেহমান হিসেবে তশরিফ নেবেন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা শাহ্ সূফী সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাব উদ্দীন খালেদ (রহঃ) দাদাজান কেবলার শাহাজাদা আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ কাদেরী আল্ চিশতী (মাদ্দাজিল্লুহুলআলী)।
উল্লেখ্য আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতেৱ প্রতিষ্ঠাতা, কুতুবে জামান কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতা বলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষের কবরের আজাব তথা মানুষের কবরের অবস্থা সম্পর্কে জানতে পারতেন। তাই উনাকে সাহেবে কাশফু কারামত বলে অবিহিত করা হয়েছে। কাজী সাহেব কেবলার আশ্চর্য আধ্যাত্মিক ক্ষমতাবলে চট্টগ্রামের জমিনে অনেক আরাবীয়ান অলীগণের মাজার সনাক্ত করে দিয়েছেন। তেমনি উনার সনাক্তকৃত মাজারের মধ্যে রয়েছে মুকুনদার হাট হযরত কালু শাহ (রহঃ)’র মাজার শরীফ।
প্রতি বছৱ ২৯শে মাঘ জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহঃ)’র নির্দেশক্রমে হযরত কালুশাহ (রহঃ) ওরশ শরীফ পালিত হয়।
উক্ত ওরশ শরীফে আপনারা যোগদান করে আউলিয়া কেরামের রূহানী ফয়েজ হাসিল করুন।